আমি তো আজই মরে যেতে পারি
তাতে কোন দুঃখ নেই......
আর দুঃখ করলেও চলবেনা-
এই নিয়ম তো ইউনিভার্সাল-  
‘এ বার্থ ফর এ ডাই...’।
দুঃখ একটাই--- আবার কি আমি
কোথাও জন্ম নেবো? কোন ঘরে?
অথবা কোন জায়গায়?
প্রশ্নটা কেন যেন জাগে মাঝে-  
মাঝে আমার উদাস মনটাতে।
যদি বাসের মধ্যে ভাপসা গরমে
সিন্থেটিক জামা পড়া শিশুটির মতো
ওই দরিদ্র মায়ের কোলে জন্ম হয় আমার...!
যদি অগণিত সন্তানের মধ্যে জন্ম হয় !
খেলতে গিয়ে পড়ব কুড়ি ফুট গর্তে...... !
নয়তো এমন জন্ম যদি হয়—
বাটি হাতে ঘুরব পথে, রাতিবাস প্লাটফর্মে্‌ !  
আর যদি জন্ম হয় হাস্যমুখর ও---ই
সমাজসেবিকার গর্ভে...!
আমিও মায়ের সাথে কত সেবা করব
অনাথ অনাহারী মানুষের জন্য
যদি কেউ বলে দিতে পারে
আমার পরের জন্মটা.........