আজ সূর্যের আলোটা একটু ম্লাণ  
ন্যাড়া ঘষের উপর উপচে পড়েছে
একফালি রুদ্দুর , জাগিয়ে দিতে চাইছে
মিঠেল এক ফেলে আসাকে......
ওইযে সেই মন্দির; যেখানে অশেষের
সাথে আমার শেষ দেখা হয়েছিল।
মন বায়বীয়-চঞ্চল; তাই বড় উতলা
করে মাঝে মাঝে ভঙ্গুর হৃদয়কে......
ওই মন্দিরেই সে আমার হাতে হাত
রেখেছিল কিছু শাস্ত্রীয় মন্ত্র দ্বারা...  
ফাগুনের লাল ফুল লাল আবীর সাক্ষী
ছিল সেই পূন্য ক্ষনের গোধূলিতে।
তারপর একদিন সে হারিয়ে গেছিল
শাসন!না-কি আইনের কড়া নজরানায়;
অশেষ, আমি আজও তোমার প্রতীক্ষায়
দিন গুনি; একদিন বেরিয়ে এসো না-  
অবগুণ্ঠন আর বিস্মৃতির আড়াল থেকে......
হাত ধরে নিয়ে চলো তোমার অশেষের দেশে।