যেদিন আর কবিতা লিখবোনা
তোমার মনে কি কোন রেখাপাত হবে?
যদি একঘেয়েমি ভরা গন্ডি টা ছেড়ে
চলে যাই, আমার বিরহে তুমি কি কাতর হবে?
যদি তোমার ব্যান্ডের গান আর না শুনি;
তুমি কি ভীষণ দুঃখ পাবে?


যেখানে নীল আকাশ নদীর বুকে ভেঙে পড়েছে,
নিয়ে যেতে পারবে মানসিক চাপে জর্জরিত
উদাস হাবা মেয়েটি কে?
হৃদয় অভ্যন্তরে খুঁজে ফেরে একান্ত মনের মানুষ কে, বলতে চায় অনেক ভালোবাসার কথা;
তুমি কি হতে পারবে সেই মানুষ টি?
নিদ্রা হীন রাত কাটাতে পারবে আমার হাজার কবিতা শুনে শুনে??


জানি পারবে না তুমি;
অঘোর ঘুমে অচৈতন্য হয়ে স্বপ্ন
দেখে যাবে আলোকিত আগামীর ,
অভিমানে কলম রেখে হয়তো ছুটে চলে
যাবো আমি আকাশ নদীর মোহনায়---