যেদিন তোমায় মনে পড়ে
ভীষণ বৃষ্টি ঝরে
আকুল পাকুল চোখ দুটি মোর
ছল ছল করে।

যেদিন তোমায় মনে পড়ে
লিচু তলায় বসি
খচখচিয়ে কলম দিয়ে
প্রেম কাব্য কষি।

যেদিন তোমায় মনে পড়ে
শিল পড়ে ঝিলে
বোশেখ মাসের তীব্র দহণ
শীতল হয়ে মেলে।

যেদিন তোমায় মনে পড়ে
দিন টা কাটে হেসে
তোমার আমার ভালোবাসা
মেঘ রৌদ্রে মেশে।