তোমার ভুল ভেঙে গেলে একবার
নাহয় আমার কাছে ফিরে এসো
তাজমহল গড়েছি দেবো তোমায়
আমায় ভালোবাসো আর নাবাসো।  


যত ভুল সাপ-লুডো খেলেছ তুমি
হেরেছি নিজে, জয় হয়েছে তোমার
সকল জয়ের অনুরাগে রাঙাব এবার-  
তোমার মন,রইল দৃঢ় শপথ আমার।


ভুবনে যত ভাঙা মন,ভাঙা সংসার
সবই প্রিয় ভুল বোঝাবুঝির খেলা...
মনে রেখো,যেতে হবে সেখানে একদা  
যেখানে সব শুদ্ধ ‘ঠিক’য়ের মেলা।


তোমার ফেরার আশায় রইলাম আজো
মিলব নাহয় দুজনে সে--ই শুদ্ধ দেশে
সব ভুলগুলো ‘ঠিক’-এ হবে একাকার
নীলাম্বরের অশেষ অনন্তের প্রেম পরশে।