(কল্পনার বিরহে)  


বৈশাখী ঝড়ের রাতে
চমকে উঠি জেগে...
বুঝি বন্ধু তুমি এলে
দারুণ ঝড়ের বেগে।
এমন দিনের কত কথা
মনে পড়ে ঝোড় রাতে
প্রদীপটি নিবু নিবু প্রায়
হাতটি ছিল আমার হাতে।
যতবার চমকাই ডরে...  
প্রণয়-তড়িৎ তত বাড়ে
ঝোড় বাতাস বলে যায়
‘প্রিয়কে রাখো বুকে ধরে’।
সেই মধুরাত কেটে আসেনি
এখনও আশার প্রত্যূষ কাল
কত ঝোড় রাত কেটে যায়
আর কবে আসবে সকাল?