তোর জং ধরা মনটা
সাফ কর ভাই
জীবন যে দুদিনের
আজ আছি,কাল নাই।


যতই ডঙ্কা বাজা
অবশেষে লঙ্কা
লাজ নাই তোর ভাই!
নেই মনে শঙ্কা?  


অহমিকা অহমিকা
আর কত দিন!
যার তুই নিয়েছিলি
শুধেছিলি ঋণ?


ভাবিস রাজা আমি
হাত তালি পাই
সমুখে সহাস্যতা
পিছে মুখে দেয় ছাই।


আরে যাঃ বোকা তুই
এক জীবন্ত লাশ
কেউ তালি দেয়নি রে,
আমি বলি,সাবাস সাবাস।



(গতকাল আসরের জ্ঞানবান কবি মুকুল সরকার বন্ধুর কবিতা পাঠ করে আমার পুরনো একটা কবিতা মনে পড়ে গেল।আজ পোস্ট করে দিলাম। কবিতাটি মুকুল সরকার কবি বন্ধুকেই নিবেদন করলাম )