(এই ১০০ তম কবিতাটি শ্রদ্ধেয় কবি প্রবীর চ্যাটর্জী মহাশয়  এবং শ্রদ্ধেয় কবি খলিলুর রহমান মহাশয়ের উদ্দেশ্যে সমর্পণ করলাম। এই কথাটি না লিখলে আমার ১০০ তম কবিতার আনন্দ- অনুভূতিটাই ম্লাণ হবে। ওনাদের প্রেরণা আর বারবার সংশোধন আমাকে এতটা যেতে সহায়তা করেছে।)    


কবিতার আসর...কবিরা কোথায়?    
আমি যে বৃষ্টিতে ঘরে হয়েছি বন্দি
কোলকাতার জলের খবর নিতে রোজ
অনিচ্ছায়ই খবরের কাগজে মন দি।


ঘরে একঘেয়ে বসে থাকা নয় মোটে  
তোমাকে ভেবে একটু বোরডমটা কাটে
তোমার আসরের কবিরা কল্পনায় এসে
সাইবার-লেস হৃদয় আঙিনায় জোটে।


যদি রাস্তায় নামি পায়ে থাকে স্যান্ডাক  
হাতে ধরি কার্শিয়াং-য়ের রঙিন ছাতি
তোমার আসরের কবিরা দেশ-বিদেশের  
তাঁরা গায়ে কম্বল দেন!না-কি বার্ষাতি!


অচেনা ছিলে গতবার,বৃষ্টি হয়েছিল খুব    
যেন সারা পৃথিবীর আকাশটা জুড়ে-
তুমিতো কবিদের নিয়ে দরজা দিলে
শুধু আমি একলা বন্দি ছিলাম ঘরে।


এই চেরাপুঞ্জির কোলকাতাকে আমি
এক নিমেষে করতে পারি মরুভূমি
আমাকে বরণ করে নিতে,নিয়ে এসো    
যদি, আসরের সকল কবিদের তুমি!


শোননা আসর,গোপনে বলি তোমাকে
আমার লুকান মনের আসল কথা- টা
একশো দিন এতো নিবিড় হয়ে আছি...
আজ দিলাম বর্ষা-প্রেমের বার্তা- টা।