কত গ্রীষ্ম দহণ জ্বালায় কেটেছে  
কত বর্ষায় থেকেছি গান গেয়ে একা,
শরতে 'মা' এসেছে আনন্দিনী হয়ে
কাঁদিয়েছে তারপর হেমন্তের ধুসরতা।


প্রতি পলকে জীবন ছুটছে লাট্টুর মতো
করাল মৃত্যুর হাতছানি দেখে দেখে,
লড়াইয়ের জীবন বড় নীরস ছন্দহীন
প্রতিদিনই কাটে বিরহ দু:খ শোকে।


মন কে কেউ বুঝেছিল কোনদিন?
অসহায়তায় কে ছিল সমুখে পাশে?
জীবন যার, তাকে বুঝে নিতে হয়  
নিমকহারামি আর বেঈমানীর ত্রাশে।


ভুলে যায় জগের কীটসম লোক
মৃত্যু লোকে বেড়াতে এসেছে একা,  
ঘর-সংসার স্বার্থ, মেকি সব কিছু  
পরে যাবে সবখানে কালের যবনিকা।