(চিন্ময়ী>চেতনাময় বা জীবিত।
মৃন্ময়ী> অচেতন বা মাটির)      


লোক-কথায় মায়ের আগমন শরতে-  
মর্ত্যে, তাই মা শারদী বা আগমনী
ধরা আনন্দিত তাই মা আনন্দিনী।


মা কোনদিন নেই ধরায়! কোনদিন
ছিলনা মায়ের জীবিত ঘ্রাণের অস্তিত্ব?
সৃষ্টি আর হতনা, জগৎ হত স্তিমিত।


বার বার আগমনী গান গেয়ে ডাকছ
মাকে, ঢাকে আলোয় নৈবদ্যে বাজনায়
দেখ কি আর এক মা কাঁদে নিরালায়?


মৃন্ময়ী মাকে বরণ করে চিন্ময়ী মাকে
সারাটা জীবন করে গেলে হেলাফেলা...
মা-কি মেকী!সেকি শুধুই মাটির ডেলা?


কাশ বন ঝকঝকে, সুগন্ধি ছড়ায় শিউলি
বিপণি-তে কাঁপে মাটি, ঘর-বাড়ি ঝলমল
দেখ কি!মায়ের পিছনে কার চোখ ছলছল?


যদি সারা জীবন চিন্ময়ী মাকে শ্রদ্ধা করো
তবেই হোক মৃন্ময়ী মায়ের সার্বজনীন পূজা
নয়তো নামাও মিথ্যে মাতৃ-পূজার ধ্বজা......