আমি ভিজতে রাজি আছি
তুমি থাকো সাথে
যেমন হংস মিথুন ভেজে
নব বরষাতে-----

ছোট সাঁকো ধরে পার হব
ডোবা জলা খাল
কথা দিয়েছিলে, সাক্ষী আছে
পিয়াল তমাল----

কত দিন কেটে গেছে
আসনি তো একবার
ষড় ঋতু পার হয়ে গেল
খুলল কালের দ্বার।

এমন বরষায় মনে পড়ে
সেই কিশোরী বেলা
কাগজের নৌকা দিয়ে
কত ভাসিয়েছি ভেলা।

তুমি কতকাল নাই কাছে
তবু আছো স্মরণে
তোমায় নব রূপে নিই খুঁজে
প্রতিবার বরিষণে।