মনের খবর কে-ই বা রাখে
কে-ই বা আসে পাশে!
কে-ই বা এসে ভালো বেসে
পিঠ টা ঘেঁষে বসে?
সবাই সবার কর্ম নিয়ে
আজকে বড়ো ব্যস্ত
কেমন করে তাদের ডেকে
কোরব সন্ত্রস্ত?
একাই তাই চলতে হবে
বন্ধু কোথাও নেই
ফেসবুক আর ফোনের মাঝে
মেসেজ আলাপেই।
তাই বলে কি হেরে যাবো!
আছে বদ্ধ খাঁচায় বন্ধু
বিপদ কালে আসবে স্বজন
"সে" করুণার সিন্ধু।