কি চাস তুই, আমার মন?
দিয়েছি তো কবে
তুই যে আছিস অনেক দূরে
আর দেখা হবে?
তোর কাছে যে সুখটি ছিল
আজকে হারিয়ে গেছে
এখন যা সামনে পাই
সব মনে হয় মিছে।
তুই ছিলি, বাহার ছিল
ছিল মনের বল
সেই দিন ক্ষণ ভাবলে আসে
দুচোখ ভরে জল।
পোলের ধারে দাঁড়িয়ে থাকা
চু-কিতকিত খেলা
মায়ের শাড়ি গায়ে জড়িয়ে
রোজ নৃত্যের মেলা।
কি বলছিস!আবার পাবো!
হায়রে পোড়া মন!
আজ রাখলাম, আবার কাল
কোরব তোকে ফোন।
হৃদয় নিবি! প্রেম নিবি!
যা,সবই তোকে দিলাম
আজ থেকে আর ভাবব না রে
জীবনে কি পেলাম-----


(নিজের জন্মভূমি কে খুব তাড়াতাড়িই ভুলে যেতে হবে। সে বিক্রি হচ্ছে শীঘ্রই। তাকে প্রাণের বন্ধুদের সাথে মিলিয়ে নিয়ে আজকের ব্যথাতুর কাব্য)