জীবন ধারণ করলে
মরতে হবে একদিন
চলার পথ কন্টককীর্ণ
মন হয়ে যায় ক্ষীণ।
পাশে কাকে চাইবে?
তারও তো জীবন আছে
সাহস হয়না ডাকতে
যদি রাগ করে পাছে!
জীবন যুদ্ধে চলার কি
আছে কোন শেষ?  
যে চলতে পারে চলে
যে পারেনা,সে শেষ।
তুমি আমি সবাই বন্ধু
বিপদে কে কবে যাই?
নিজের ভালো বেছে নিয়ে
বিপদ থেকে পালাই।
এক বুক আঘাত নিয়ে
কি হবে বন্ধু বেঁচে?  
'এক হাজারে একজন বন্ধু'
বন্ধুত্বটাও নিতে হয় যেচে।
জানি মানুষ আজ নেই
ঠিক মানুষের মতো
তবুও মনে হয় আজও
সে-ই মুছে দেবে ক্ষত।