কোথায় ব্রজবালা
কোথায় বনমালা
কোথায় তুমি হরি?
অধম ভক্ত আমি
তুমি জগৎ স্বামী
কেমনে বুক ভরি!


কোথায় শ্রীবৃন্দাবন
আকুল পাগল মন
ঘরে বসে কেঁদে মরি
বসন্ত বাতাস বয়
বসন্তবউরী কয়,
'ফাগে নাচ তুমি হরি'।


দিন রজনী কাটে
ঘরে আর মাঠে ঘাটে
কোথায় তুমি কানাই?
এ কুল, ও কুল ফাঁকা
তোমার নেই যে দেখা
হৃদয়ের আর্তি জানাই---