ধুসর নয় তো সে আমার কাছে
হেমন্ত যে তাকে পায়িয়েছে...
মিঠেল শীতলতায় অঙ্গ ভরিয়েছে!


সে এনেছে হাসনুহানার গন্ধ...
বুকে নেচে ওঠে লহরী চিরানন্দ
নাসারন্ধ্রে ভাসে তার গায়ের সুগন্ধ।


কেউ না বুঝুক সে সব বোঝে
সে রয় আমার সকল কাজে...
মন-নূপুর উৎফুল্লে ঝমঝম বাজে।


ঝরা ফুলদলে নই কখনো আমি
সে হেমন্ত-বর্ণা সুললিত অন্তর্যামী
তার প্রাণে প্রাণ সঁপেছি যে আমি।