খুন হলে বিচার...কি হয়!!  
মনও মরে,হয়না চৈতন্যময়  
মন আর কত ব্যথা সয়...?
জানো! কেন সদা লাগে ভয়?


দুনিয়ায় এতো এতো টাকা যার
কি গো, ভুবনটা কি শুধু তার ?
চলে এ কেমনতরো অবিচার!
উপরওয়ালা, ভাবোনা একবার!


মন কাঁদে শুধু ধুধু মরুভূমিতে
অন্যায়-অবিচার খালি দুনিয়াতে
সজ্জনের ভাগ্য ঘোরে ভিক্ষাঝুলিতে
আল্লাহ্‌-ভগবান পারেনা ভরাতে।


মন অবিচারে চায় উচ্চ প্রতিবাদ...
কেন বিদ্রোহ করলেই মৃত্যু নির্ঘাৎ?
নারী কাঁপে নর-ভয়ে কেন সারারাত?
আঁধি-মনকে বুঝিয়ে,মনে কে আনবে প্রভাত?