(শ্রদ্ধেয় কবি আন্তরিক মহাশয় এবং সঙ্গীত প্রেমী
সকল কবিদের উদ্দেশ্যে কাবিতা-গানটি উপহার দিলাম।
এটি লেখা সকলের প্রিয় দোহার-লোকগায়ক কালিকাপ্রসাদ-য়ের স্মৃতিতে)


মনের মানুষ মনেই থাকুক
সামনে এলেই সার্থের ঝড়
সুখ দুঃখের সংসারেতে‘সে’
হবেই হবে এক্কেবারে পর।


মনেই সাড়া দিও তুমি-  
জাগাতে তমসা ভরা অন্তর
বাইরে-টা তো সবাই দেখে
দেখেনা কেউ কারো ভেতর।


মহা শূণ্যে উড়ু উড়ু থাক
অবুঝ অবোধ অবলা মনটি
কী হবে বৃথা ধরে রেখে
ধূলার অস্থায়ী ওই ধনটি?


সারা বংলা জাগাল যেঁ
বাউল লোকগানের সুরে
জানি সে আসবেনা আর
গোলমালের ধরায় ফিরে।


মানব জনম নিয়ে যদি    
হয় মৃত্যুতে সব্ শেষ...
এমন কাজই করতে হবে
ভবে রইবে তাঁর রেশ।  


গোল দুনিয়া,সদাই হেথা
গোল-ই ছড়ায় মানুষ
গোল রেখে ‘’মাল’’ নিয়ে
জাগুক মানব জাতির হুঁশ।