ভুলে গেছি পরিচয় যোগাযোগ নেই
বুকে কেন ভাসে স্মৃতি মনে পড়ে যেই।
সেই ক্ষণস্থায়ী মেলা হাসাহাসি কত
বৃহৎ বুকের মাঝে ফুল ফোটে শত।


স্মরণ মালিকা হায় তাজা তাজা ফূল
আনন্দ বাসরে কেন হয়ে গেল ভুল!
দোঁহে দোঁহে কাছে আসা কত ভালোবাসা
ভোরের প্রেম কে ঢেকে দিল যে কুয়াশা।


কাঁটায় ভরল কেন কূসূম কানন
মলিনতায় ভরে গেল মধু অয়ন।
মিলন মালা চাইল যে নারী পুরুষ
দেবতা রইল ঘুমে ফিরল না হুঁশ।


সমাধির মাঝে হল প্রেম পরাজয়
মিলন ডুবল জলে হল না উদয়।


(চতুর্দশপদী রবীন্দ্র-সনেট)