আসলেই যেতে হবে
এইটুকু জানি
সবই ভাঙা-গড়া খেলা
সেটাও তো মানি।
প্রতিদিন আসা যাওয়া
চেনা পথ গুলো
তারাও অসময়ে দেয়
চোখে ধুলো।
চেনা ছিল প্রিয় জন
কত না আপন
তারাই বিষিয়ে দিল
সব শুভ ক্ষণ।
প্রেম ক্ষমা দানের তো
নেই কোন দাম
রুক্ষ কঠিনদেরই
ভুপে রয় নাম।
আর আসবনা জগে
এই করি পণ
তাঁর কথা রবে মনে
যে আপনার-
চেয়েও আপন।