আমার বুকে লেখা
শুধু একটি নাম
জানিনা সে কে!
তাকেই কবিতাটি দিলাম।

আমার মনে ধরা
অজানা সেই জন
কায়া নেই তাঁর
সেই মনের মতন।

জীবনে লড়াইয়ের পথে    
ঠিকানা হারিয়েছি কবেই
বন্ধু,খুঁজে দিতে পারো!
আমি চাই যে তাঁঁকেই।