কর্ম যেমন যার
ভাগ্য তেমন তার,
পুঁতলে ভুঁই-য়ে নিমের চারা
ফল দেবে কি মধু ভরা?


ভাবনা যেমন যার
দর্শণও তেমন তার
দুষ্ট দেখে দুষমন
ভক্ত দেখে ভগবান---


সাধু চোর কে ভাবে সাধু
চোর দেখে তারই মতো চোর
অনেক ভেবেও কাটেনা তার
দুষ্ট মনের অতলান্ত ঘোর।


কালরাত্রি,, ভোর এলেও
দেখে করাল করাত রাত
ভোর আঁধারকেও ভাবে
রবি কিরণের সুপ্রভাত।