মনে রেখো, যুদ্ধে যুদ্ধে অনেক প্রাণ নি:শ্বেষ করেছ, আর যুদ্ধ হতে দেব না---
পেট্রোল বোমা, হাইড্রোজেন বোমা, পারমানবিক বোমা---
অনেক দেখেছি যুদ্ধবাজ, তোমার খেল,
এবার আমরা হাতে হাত ধরেছি,
শপথ নিয়েছি বেঁচে শান্তিতে থাকার
অক্লান্ত পথ অতিক্রম করে চলেছি,
শুধু শান্তি মৈত্রী আর ভাতৃ প্রেমের জন্য।


দেখেছিলে,হীরোসিমার আনবিক বোমার বাহারী রঙের ছটা?
দেখেছিলে নাগাসাকির মানুষের ভয়াল
দৃষ্টি কটূ আর্তনাদ?
শুনেছিলে শিশু আবাল বৃদ্ধার কান্না?
আকাশে বাতাসে ঘুরেছিল সেদিন বাঁচাও বাঁচাও ধ্বনি---
প্রতিধ্বনিত হয়ে ঘুরে ঘুরে আজও মর্মে বাজে সেই অসহায় ক্রন্দন
জবাব দিতে পারো,কি ছিল ওদের অপরাধ???


(আজ ৯ই আগষ্ট, নাগাসাকি দিবস।সবাইকে শান্তি মৈত্রী আর প্রীতি জানাই)