৪৯-- মনে রেখো,
পরিশ্রমে ধন আসে
পূণে আনে সুখ
আলস্যতায় দারিদ্র্যতা বাড়ে
পাপে আনে দুখ।
হিংসা আগুন সমান
সমতায় আসে যোগ
সুখাদ্যে বল বাড়ে
কু খাদ্যে বাড়ে রোগ।


৫০--মনে রেখো
মিথ্যায় অধর্ম বাড়ে
সত্যে সদাই শান্তি
চাতুরী ক্ষণেকের জেনো
দুষ্টামী তে বিভ্রান্তি।
সুখ অহংকারের পরীক্ষা
দু:খ ধৈর্যর পরীক্ষা নেয়
দু:খ এলে ধৈর্য ধরো
সে যে সুপ্রভাত এনে দেয়।