মনে রেখো---
সব কাজে ক্ষমা পেতে
সে তোমার শিশু কাল।
সব সময় খেলা খেলা
সে তোমার কৈশব কাল।
সব কাজে উদ্যমতা
সে তোমার যৌবন কাল।
সব কাজে অসাঢ়তা
সে হল বৃদ্ধ কাল।


ঘুমিয়ে ছিলাম মায়ের জঠড়ে
দশ দিন,দশ মাস কাল।
আবার ঘুমিয়ে যাব
আসবে পর কাল।
পাণি জোড় করে বলো
প্রণাম মহা কাল
মুখে একবার বলো
ক্ষমা করো হে নন্দ দূলাল---
🙏🏻🙏🏻🌹🌹