কলকোলাহল লক্ষ বন্ধন
তার মাঝে ধ্যানাসনে বসে
মুক্তি কে দেখি আমি আনন্দ রসে।

মোক্ষ মোক্ষ করি রোজ
কোথায় তার নিবাস!  
প্রত্যহ পড়ে হতাশার দীর্ঘশ্বাস।

তিনি কে!কোথায় ঠিকানা!  
যদি জিজ্ঞাসা করি
উত্তর নেই, নিজে কেঁদে মরি।

কে চালায় বিশ্ব ব্রহ্মান্ড!  
কে করে জন্মমৃত্যু বিচার!  
শূন্যে তাকাই,কার সাথে যেন আমি একাকার!