আজ নববর্ষের পুণ্য প্রাতে
নই গো বসে শূণ্য হাতে
লিখেছি কাব্য কাল রাতে
এসো পড়ব তোমার সাথে।


দখিণা হাওয়া নেই যে আর
কালবৈশাখী নাড়ে গৃহ দ্বার
বৈশাখী-ধূলা ঢাকে আঁখি-ধার
তুমি কোথায়!খুঁজি বারবার।


যেটুকু প্রেম দিয়ে গেছ তুমি
তা যে সোনার চেয়েও দামী
তোমার বক্ষে সদাই আমি
জানো তুমি আর অন্তর্যামী।  


তোমার কাছি আমি ফোটা ফুল
সে কথায় তুমি করোনি ভুল
দেবোনা কেউ প্রেমের মাশুল
কাছে থাকো তুমি প্রিয় বুলবুল।


গোধূলির বিদ্যুত চমকে যায়
নববর্ষের-বৈশাখ যেন শাসায়
‘দুজনে থাকো আশার ভরসায়
ফুল ফুটবেই জীবন-তমসায়’।