আমাদের নবগ্রামে
ঈদ আসে প্রতিবার
সব জাতি আনন্দে
হই একাকার।


নবগ্রামে মেলা বসে
হই হই করে
ডাকাবুকো লোক আসে
বড় গাড়ি চড়ে।


গ্রামের বড় মাথা
অমূল্য রতন
দুহাত ভরে দেন
দীনদের ধন।  


স্বর্গ জান্নত বলো
নবগ্রামে আছে
ধনী দীন আলাদা নয়
বিত্তদের কাছে।


ঈদ আর পুজো যেন
একই মনোহর
ভালোবাসা মিলনেতে
শান্তির অধর।


(নবগ্রাম একদিন ছিল। সত্যিই সেখানে এই আনন্দ উপভোগ করেছিলাম। আজও ভুলে যাইনি। আসরের সকল কবি বন্ধুদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই)