নাম তার ফুলকুলি
ছোট ছোট গলি
তার পাশে বেয়ে চলে
নদী এক ফালি।


নদীতে বান আসে
শ্রাবণ ভাদ্রতে
ডাকাবুকো মহান রা
লড়ে দিনে রাতে।


নাম তার ফুলকুলি
সরল মানুষ
শিক্ষিত বেসামাল
ওদের আছে হুঁশ।


নাম তার ফুলকুলি
আছে পাঠশালা
শিশুদের কোলাহলে
কান ঝালাপালা।


নাম তার ফুলকুলি
মানুষ রা ফুল
দেব পদতলে দিলে
হবেনা কো ভুল।


নাম তার ফুলকুলি
একবার যাবে?
মানবতা কাকে বলে
অমানুষ শিখে নেবে---