ফুলকুলি তে বান এসেছে
অনেক গভীর রাতে
গ্রামবাসীরা সন্ত্রাসে সব
ওঠে বিদ্যালয়ের ছাতে।


কেউ চেল্লায়,কেউ ভয় পায়
উচ্চস্বরে কাঁদে শিশু
অন্ধকারে যায়না দেখা
মশাল ধরে সাহসী বিশু।


ভোরের আলোয় কৃষাণীর
মহা ক্রন্দন রোল
কোথায় তার সোনালী ধান!
ক্ষেত্রমাতার আঁচল!


হায়রে তার স্বপ্নের দিন
বান ভাসিয়ে দিল
কোলে ছিল ছোট্ট শিশু
সে-ই বা কোথায় গেল?


কোথায় গেল কৃষাণ স্বামী!
ভাসে যে তার স্বপ্ন
চাপড়ে কপাল কাঁদে সবাই
বন্যায় সব ভগ্ন।


ডাকাবুকো বাবুরা সব
সান্ত্বনা দেয় মধুর
"কান্না থামাও, কান্না থামাও
আসছে সুদিন বধুর---"