নাম তার ফুলকুলি
ছোট ছোট ফুল
মুখ খানি হাসিখুশী
চোখ যে ব্যাকুল।
নাম তার ফুলকুলি
পাঠশালা পাশে
মিষ্টি শিউলি- শিশু
পড়তে যে আসে।
নাম তার ফুলকুলি
বড় দরিদ্র লোক
এক ঘরে কিছু হলে
সারা গ্রামে শোক।
নাম তার ফুলকুলি
নাই বিজুলির আলো  
মনের আলো তে ওরা
সদা থাকে ভালো।
ভূপ জুড়ে স্বার্থতা
দুষ্টামী প্রাণে
ফুলকুলি শান্তি তে
বাস করে গ্রামে।


(ফুলকুলি,আমার মন গড়া গ্রাম।
সেখানে কোন দুষ্ট বাস করেনা।আর
যে গ্রামের আভাস কিছুটা আছে,তার
নাম বেনিয়াগ্রাম।মুর্শিদাবাদে)