নাম তার ফুলকুলি
জলে জলে ময়
বর্ষার কোলাহলে
ঘরে জল বয়।


নাম তার ফুলকুলি
সোজা স্বচ্ছ মানুষ
অতি দুখে দিন কাটে
লয়ে মানের হুঁশ।


নাম তার ফুলকুলি
নদী মহানন্দা
তার তীরে হাট বসে
বাজারে যে মন্দা।


নাম তার ফুলকুলি
ছোট ছোট শিশু
পাঠশালা গেলে পরে
খেতে দেয় বিশু।


নাম তার ফুলকুলি
ডেকে আসে বান
দরিদ্র মানুষদের
মহান-রা দেয় দান।


নাম তার ফুলকুলি
যাবে না কি কেউ?
ভাঙা বুকে খাঁটি প্রেমের
উঠবে যে ঢেউ।