নীল নদীর কাছে
বন্ধুটি যে আছে
আজ ওখানে কারা থাকে
জানতে মনটি নাচে।

নীল নদীর ঢেউ
দেখেছ কি কেউ?
ওপারেতে নেচেছিলাম
সঙ্গে ছিল মৌ।

নদীর পাড়ের মৌ
দেখেছিলে কেউ!
কালো রঙের সাথে
সুন্দরী এক বৌ?

নীল নদীর জল
সদাই টলটল
কার চরণ চেয়ে
সাগর মুখে ঝলমল?  

নীল নদীর তীরে
চাঁদটি থাকে ভোরে
সেথায় তরী বাঁধা  
যাবেকি নিয়ে মোরে??