নীলেশ আর শ্যামলী যখন কানাকানি করে
কান পেতে শুনি ওদের কথা,
ভাষা কিন্তু কিছুই বুঝিনা----
নীলেশ মিলতে চায় পদ্মার উত্তাল মোহনায়
যেখানে শ্যামলী দুহাত বাড়িয়েছে
নীলেশ এর বুকে হবে নীলিমা।


খোলা বাতায়নের সার্সি ভেদ করে যত দূর
চোখ যায়, দেখি নীল আর নীল
মূর্খ মন বলে, এই বুঝি বিশ্ব নিখিল!
শ্যামলী মিলল নীলেশ এর সাথে পদ্মায,
হাবা জ্ঞান হীন কবির ভাবনা দেখে
দুজনে হাসলো খিলখিল----



(এখানে নীলেশ নীল আকাশ, আর শ্যামলী
সবুজ পৃথিবী)