আমি এক জালের খাঁচায় আবদ্ধ
একটু পরেই আমাকে নিয়ে যাওয়া
হবে বদ্ধভূমিতে; ধারাল অস্ত্রের
আঘাতে ছিন্ন ভিন্ন হবে এই হালকা
পালকে ঢাকা মোলায়েম দেহটি...
আমার মতো যারা দড়ির জালে
এখনও অপেক্ষমাণ মৃত্যুর জন্য;
ভয়ে তারা থরথর কম্পমান।
আমি একবারও ভয়ে কাঁপছিনা
এমন মৃত্যুকে অনেকবার দেখেছি
ঠিক আমার ছ-মাস বয়স থেকে।
আমার মায়ের কাটা গলাটা—
দেখেছিলাম এক ভোজন রসিকের
শক্ত হাতের মুঠোয়......