এই কপালে কর্মের গুণ
চাল আছে তো নাই নুন
পান আছে তো নাই চুন
প্রতি রাতে হই চিন্তায় খুন
ও ভগবান শুনুন শুনুন---

গাছ লাগাই হয়না ফল
অনেক দূরে রয় যে কল
দেহ আছে, নাই যে বল
মনটা শুধুই ঝলমল
জীর্ণ বস্ত্র, স্বপ্ন শপিং মল--

লোক হাত বুলিয়ে কাম সারে
বিপদ দেখে কেটে পড়ে
আবার দীন বলে যে ঘেন্না করে
শুধুই নিজের পকেট ভরে
নাকি ধর্মের কল হাওয়ায় নড়ে--

আজ মহান লোকের কত্ত গুণ
ও ভগবান শুনুন শুনুন---

(আসরের সম্মানিত শ্রদ্ধেয় কবি শ ম শহীদ
দাদার একটি কবিতা পড়ে এই কবিতা টি লিখেলাম।তাই এটি তাঁকেই নিবেদন করলাম)