ওহো মানুষ! তুমি সব পারো,
কখনো বনের হিংস্র বাঘ সিংহ
তোমাকে দেখে ভয়ে পালিয়ে যায়---
কখনো সুবৃহৎ কিং-কোবরা তার ভয়াবহ
ফনা নামিয়ে তোমার চঞ্চু তে চুম্বন করে,
ভালোবেসে নয় মনে হয়, ভয়ে----
কখনো মানুষ তুমি বনের পশু কে সাদরে
সেবা করো, আদরে ঘরে আনো
পোষ মানাও সন্তান সম ভেবে,
আবার সেই নিরিহ পশুকেই বধ ক'রে
চিত্ত দহনে আর প্রাকৃতিক দহনে ঝলসিয়ে
আপন জিহ্বার পরম স্বাদ মেটাও----


ওহো মানুষ! তুমি বড়ো দয়াবান!
কাঁদতে ওস্তাদ, আবার নৃসংসতায় রাজা----



(পশু প্রেমিকদের কথা গুলো
খুব ভালো লাগবে। কবিতা টি
২বছর আগে লেখা)