চাঁদের মাটিতে নয়  ব্রহ্মাণ্ডের উপরেও নয়
সদ্য বরষণে সিক্ত, কর্দমাক্ত মাটিতে তোমার শক্ত সবল দুটি হাত ধরে লাফিয়ে চলতে চেয়েছিলাম,


ভুস্বর্গে ফলের বাগিচায়, লাল পাহাড়ি ফুলের বনে নয়, আমাদের নিজ হাতে তৈরি মাধবী বিতান আর ঝরা বকুলের তলে নাচতে চেয়েছিলাম প্রিয়তম----


সবাই সাগরকে ভালোবেসে আলিঙ্গনবদ্ধ হয়ে ফেনিল জলরাশিতে হুল্লোড় করে ,
আমি  তাও চাইনি,
চেয়েছি, নিজেদের ঝিল পুকুরে হাত ধরে একটু সাঁতার কাটতে,


তুমি ফিরবেনা, আর যাচনা গুলোও মন থেকে সরবে না,
একা আড়ালেই কেঁদে যাই
তোমাকে পাই বা না পাই,
একটা দীর্ঘশ্বাস রেখে গেলাম ব্যর্থতায় ভরা সিন্দুকে-----