[১]
মনটা তো এক আয়না
তার সমুখে দাঁড়া না
তাহলে বার বার-
হামবড়া ভাব হয়না।
    [২]
আত্ম- সমালোচনা
নিজেকে নিজের জানা
মেললে জ্ঞানের ডানা  
পাওয়া যাবেনা শেষ সীমানা।
    [৩]
ছিদ্রান্বেষী মানসিকতা
যে করে সে জানেনা তা  
সেটা কত পাপ!
সময় ফুরলে বৃথাই সন্তাপ।
     [৪]
থাকেনা জীবনে চির বসন্ত পাতা-  
আসবেই হেমন্তের ধূসরতা
মানুষের পরিবর্তনশীলতা
প্রকৃতির অনুশাসনে গাঁথা।
    
       [৫]
মানুষ মরণশীল চির নশ্বর
পৃথিবীতে প্রেম অবিনশ্বর
ধন কারো ছিল আজ আমার
মৃত্যুতে কোনটা থাকবে কার?