আকাশ- শুধু ডানা মেলে ওড়ার ইচ্ছা
বাস্তবে তা আর কি করে হয় !  
ঘুমের ঘোরে মেটে সেই সদিচ্ছা...


স্বপ্ন- যা নিয়ে সারাবেলা মনের খেলা
তা গভীর রাতে আনে মুক্তো-মালা
মেঘের ডিঙায় ভাসে খুশির ভেলা...


প্রেম- যেখানে আকাশ মিশেছে সাগরের মাঝে
ওখানে প্রেম হাসে ঊষায়, প্রাতে, দিবসে,সাঁঝে
স্বচ্ছ,সরল,উদার ‘মন’রা সদাই সেখানে বিরাজে।  


সত্য- পাঁজরের সূক্ষ্ম কুঠুরিতে তাঁর স্থান
যিনি বার করতে পারেন, তিনিই মহীয়ান
ধর্মগ্রন্থ-রা যুগে যুগে গেয়েছেন তাঁরই জয়গান।


ঈশ্বর- চাক্ষুষ দর্শণ নেই,ন্যায় বিচার সুদূরে
কেউ দেখেনি তাঁকে বিপদে আমজনতার ভিড়ে
তবু তাঁর খোল বাজে নাকি অতি ধীরে ধীরে!