জেনে গেছি কিন্তু, তুমিi আর আসবেনা
তবুও তোমাকে ভাবায় বেকুব একটা মন
মুকুলে এখন কচি আমের গুটিরা হাসছে...
ওদের সুস্থ ঘ্রাণে হারিয়ে যাচ্ছি যখন তখন।


নিদারুণ মিরাকেল সরলতা দেখি বাতাবীর
ছোট্ট ফল গুলির মাঝে, ওরা যেন হাসছে
আগামী কালবৈশাখীতেই ঝরে যেতে পারে;
তবু নির্ভয়তা দেখিয়ে মিঠেল হাওয়ায় দুলছে।


কি ভাবছ! আমি ভীষণ দুমড়ে গেছি না-কি
তোমার হঠাৎ পাল্টে নেওয়া মানসিকতায়!
জানি, প্রবাহমান একাকীত্ব গুলো বিদ্রুপ করে
মানুষের স্মৃতি-বৈকল্যের একটা চরম মুহূর্ততায়।


দমাতে পারেনা পুরনো স্মৃতি বা সেল ফোনের
হাজার মেসেজ, ভুলে যাওয়াটা কালেরই পতন
পরশু যে ছিল আজ সে নেই,এটা চিরায়ত নিয়ম  
আমিও সেটা ভালোবাসি ঠি--ক তোমার মতন।