বৃষ্টির জলে আঁকা রঙ মুছে যায়
স্বপ্ন আর লুকান ব্যথা তো মোছেনা!
পাখি যদি নীলে ওড়া ভুলে যায়...  
নীলাকাশ তাকে কোনদিন ভোলেনা।


কতটা কাকে রাখা যায় মনে
তার হিসেব দিতে পারেনা মাথা
হৃদয়ের খাতায় সবার নামটি পাতা।
মাথায় সদা বুদ্ধির চাল চলে...  
হৃদয়-আত্মা সুঠাম প্রেমের বলে।


(মনোবিদ-রা বলেন, মাথা সক্রিয় বুদ্ধিতে
আর প্রেম সক্রিয় আত্মায়। তাই এখানে
নীলাকাশ আর হৃদয়-আত্মা সমান)