নীচ থেকে আকাশকে দেখে
ভাবি বুঝি সে নীল
যত কাছে যাওয়া যায়  
খুলে যায় ভুলের খীল।
দেখা যাবে মহা-ব্যোমের মহিমা...
পাওয়া যাবে রঙহীন আলোর পরিসীমা।  


সাগরকে দূর থেকে মনে হয় ঘন নীল
কাছে গেলে রঙহীন সৈকত হাসে খিল খিল।