জলের আর এক নাম জীবন
জল বিনা সকলেরই অবধারিত মরণ
শিশুরও এক নাম কিন্তু অবোধ...
জাত,ধর্ম,বর্ন হীন নিষ্পাপ নির্বোধ।।


ভালোবাসারই এক নাম প্রেম
যাকে বলেন কবি-’নিকষিত হেম’    
দুটি প্রাণ একে-তে হয় লীন...
সে-ও জাত,ধর্ম,বর্ন,সম্প্রদায়-হীন।।