একতারা কেঁপে কেঁপে বলে যায়
‘’ঘরে বসে কী করিস হায়...
দেখিসনা বেলা বয়ে যায়...!
আয় একবার পথে নেমে আয়
দ্যাখ, উদাস বাউল কেমন গায়...’’


ধুলায় পড়ে থাকে শিউলি বকুল
সে তো ফুটে ভাবেনা কখনো ভুল
ভাবেনা ভালো-মন্দের কূল...  
প্রভুর চরণে পড়েনা সকল ফুল
মাটির সাথেই জড়ান জীবন-মূল।


আকাশে কত তারা খসে যায়......  
কে কবে মনে রাখে!গোনে তায়!
প্রতিটি প্রাণ মহাকালের দিকে ধায়
সময়ের সাথে সকলই তো বদলায়
ক্ষণিক সুখ-দুঃখের সাগরে ভাসায়।