জিজ্ঞাসা
মর্ত্য-জনমে দুঃখে ঘুরলাম...  
সুখ পাবো কি তাহলে অমর্ত্যে!
সুখ সুখ করে ভবে ঘুরে মরা
বেঁচে থাকা ভবে কিসের শর্তে!
      
          উত্তর
সমতার আনন্দেও সুখ আনে কত
ত্যাগে হৃদে ফুল ফোটে শত শত...  
ভালোবাসায় জুড়ায় বুকের গভীর ক্ষত
বুঝিনা অন্যকে,নিজেকে নিয়েই ব্যাস্ত অবিরত  
আমরা বাঁচতে চাই সার্থে, সবাই সবার মতো......


(সুখ ব্যাপারটাই সম্পর্ণ মনের। মনে শান্তি সমতা
ত্যাগ থাকলে আসল সুখের অনুভবটা বোঝা যায়।)