রাগে, দিবাকরের গায়ে দশ গ্যালন
কাদা জল ছুঁড়ে মারো......  
সে রক্ত আঁখি দেখাবেনা, হাসবে
মুর্খদের বলবে ‘‘আরও কাদা ছোঁড়...  
দশ গ্যালন কাদাজলে যদি মুক্তো পাও
কুড়ি গ্যালন কাদা জলে হীরে নাও...’’।


চাঁদের কলঙ্ক আছে ভেবে যদি কেউ
চাঁদকে নাদ্যাখে,তাঁর আসবে যাবে কিছু?
বেবুকরা ছুটবেই জ্যোৎস্নার পিছু পিছু।


সাগরের জল লবণাক্ত তাই পান কোরবনা...  
’সে’-ই বৃষ্টি হয়ে মিষ্টি পানিতে দেবে শস্যকণা।