নিজের ভাগ্য নিজে রচিনি কেউ
ভাগ্য রচিলেন সেই ভাগ্যদেবী
চিরকাল একা লড়িলাম ধরায়
‘তিনি’ হয়ে রইলেন শুধুই ছবি।


যারা সারাদিনে কোন খাবার পায়না
পড়ে থাকে খোলা আকাশের তলে
সবার ভগ্যই তিনি লিখলেন, কেন  
ভগ্যবানদের রাখলেন স্বতন্ত্র দলে??

তবে, তারা কি ণয় সেই লাস্যময়ী-
ভাগ্যদেবী বা জগৎ-জননীর সন্তান?
বিশ্ব জুড়ে তারাই তো অগণিত অধিক
ভাবেনা তাঁদের কথা একশেরে ভগবান...