ফেলে এসেছি যেন কবে  
একটা উচ্ছলতার মন
জানি,আর ফিরে তারে  
পাবেনা আজকের ক্ষণ।


ফেলে এসেছি নুয়ে পড়া
আতা গাছের সুঠাম শাখা
হাত ছানি দেয় রোজ যেন  
সেই ডালে প্রাণ সখী সখা।


ফেলে এসেছি আম জাম
কাঁঠাল লিচু তেঁতুল-তলা
আর সরলতা ভরা মিঠে-
আনন্দময় সতেজ ছেলেবেলা।


ফেলে এসেছি বাবা-মা প্রিয়-
জনের আদর স্নেহের ডাক
উৎসবের শারদ,শীতল পৌষ
তপ্ত আমোদিত বৈশাখ...।


ফেলে এসেছি সঙ্গীত মুখরতা  
আর নৃত্যে আনন্দিত সন্ধ্যা
বেহাগ পূরবী দরবারী ভৈরবী  
জৌনপুরীর সুরেলা রজনীগন্ধা।


ফেলে এসেছি ফাগুনের নৃত্য
আবীরে রাঙা দোলউৎসব
লাল-ঘাগরায় রাধারানী সেজে
কালো ছেলেটার সাথে কলরব।