যাকে খুঁজেছিলাম মনে মনে আজও তাকে পাইনি
দুঃখের চাবুকে বুক ভাঙা, তবু আশা হারাইনি।
আনন্দ যা মানুষের দেওয়া তা-তো সবই মেকী
মনের মানুষ সবাই খোঁজে সে সকলকে দেয় ফাঁকি।
আশার গায়ে যে আঘাত তাই-ই মানুষের পাওয়া
ব্যথাকে বুকে দড়ি দিয়ে বেঁধে চলার গান গাওয়া।
সুখকে দেখেছি গভীর রাতে আঁধারে বসে কাঁদতে
দুঃখকে দেখেছি পালঙ্কে শুয়ে খিলখিল করে হাসতে।
লক্ষ্যে পৌঁছতে যদি দুঃখই আজীবন সাথী হয়
মানের হুঁশ-কে সঙ্গে নিয়ে লড়ব যাহোক জয়-পরাজয়।
মনের মানুষকে খুঁজতে গিয়ে হোঁচট খেয়েছি শতবার
ছিন্ন ভিন্ন ভাঙা মনে আশার ফুল ফুটেছে আবার।
মনে গড়া সেই মানুষটি কখনও জীবনে মিলে যায়
ওঠা নামার নাগরদোলায় সেও মনটা দুলিয়ে দেয়।
তার সাথে-তো শুধু ক-টি কথা চাওয়া-পাওয়া নয়
এইটুকু দিতে ভাগ্যদেবী বলতো, এতো কিসের ভয় ?